আজ || শুক্রবার, ১৩ Jun ২০২৫
শিরোনাম :
  গোপালপুর কামিল মাদ্রাসার হিরক জয়ন্তী অনুষ্ঠিত       ধনবাড়ীর পানকাতা ইসলামিয়া হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী       গোপালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ‘ভূমি মেলা’ উদ্বোধন       বিভাগীয় সমাবেশ সফল করতে গোপালপুরে প্রস্তুতিমূলক সভা       কালবেলার কালিয়াকৈর প্রতিনিধি গোপালপুরের মনিরুজ্জামান নিখোঁজ       গোপালপুরে কয়েলের আগুনে গোয়ালঘর পুড়ে ৩ গরু ছাই       গোপালপুরে বিষমুক্ত ফল-ফসল-সবজি আবাদে পার্টনার কংগ্রেস       ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ভাষা ও সংস্কৃতি রক্ষার কাজ আরো সুদৃঢ করার অঙ্গিকার       গোপালপুরে ‘বিস্ফোরণ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন    
 


গনতান্ত্রিÍক এই সমাবেশ বানচাল কররার কোন প্রচেষ্টা সহ্য করা হবে না:আনোয়ারূল ওয়াদুদ টিপু

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি আনোয়ারূল ওয়াদুদ টিপু বলেন- আগামী সোমবার এই সরকারের জুলুম, নির্যাতন, নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে

সিলেট নগর জামায়াত বিকাল ৩ ঘটিকায় নগরীর কোট পয়েন্টে অনুষ্টিতব্য সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেটের সকল স্তরের ছাত্র-জনতার উপস্থিতি প্রয়োজন। এর পাশাপাশি সরকার ও প্রশাসনের সহযোগিতা দরকার ।

শান্তিপুর্ন ও গনতান্ত্রিÍক এই সমাবেশ বানচাল কররার কোন প্রচেষ্টা সহ্য করা হবে না । এই সমাবেশে বাধা দিলে কঠোর কর্মসুচী। তিনি গতকাল রবিবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর উদ্যোগে সোমবার সিলেট নগর জামায়াাতের নগরীর কোর্ট পয়েন্টে কেন্দ্রীয় কর্মসুচীর সফল করার লক্ষ্যে আয়োজিত জরুরী বৈঠকে সভাপতির বক্তব্যে উক্ত কথা বলেন। নগর সেক্রেটারী মু. আব্দুর রাজ্জাকের পরিচালনায় আয়োজিত জরুরী বৈঠকে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা পশ্চিম সভাপতি ফরিদ আল মামুন, মহানগরীর এইচআরডি সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, ছাত্র কল্যাণ সম্পাদক ফখরুল আলম সেলিম, শিক্ষা সম্পাদক মোজাম্মিল হক ,এমসি কলেজ সভাপতি এস.এম.মনোয়ার হোসেন প্রমুখ ।

তিনি আরো বলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের একটি নিবন্ধিত গনতান্ত্রিক সংগঠন। জামায়াত যেহেতু গনতন্ত্রে বিশ্বাসী তাই বর্তমান সরকারের ব্যর্থতা, নৈরাজ্য, বিচারের নামে প্রহসন,বিনা বিচারের মানুষ গুম, হত্যা, নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদ করা তাদের মৌলিক গনতান্ত্রিক অধিকার। সরকার পুর্ব ঘোষিত এ সমাবেশের অনুমতি না দিয়ে বরং সরকারই বেআইনী কাজ করেছে। তাদের উচিত এধরনের সমাবেশ সফল করতে সহায়তা করা। যদি তারা তা না করেন তাহলে ছাত্র সমাজ এর প্রতিবাদ ও প্রতিরোধ করবে। প্রয়োজনে হরতাল-অবরোধ সহ আরো কঠোর কর্মসুচী দেওয়া হবে। তখন যেকোন অবনতিশীল পরিস্থিতি তৈরী হলে তার দায়ভার সরকারকেই নিতে হবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!