দীর্ঘ ১৪ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮ম সমাবর্তন ৯ ডিসেম্বর রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তন সুষ্ঠভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। কিন্তু সমপ্রতি ১৮ দলীয় জোট আগামী ৯ ডিসেম্বর দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। এতে বিশ্ববিদ্যালয়য়ের সমাবর্তন অনুষ্ঠান যাতে ব্যাহত না হয়, এ জন্য রাজশাহীকে ওই কর্মসূচির আওতামুক্ত রাখার জন্যে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে উপাচার্য এ অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবারের সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান তার শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারবেন না। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে সমাবর্তনে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে প্রধান আলোচক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমিরেটাস মো. আানিসুজ্জামান।
তিনি বলেন, সমাবর্তন একটি সার্বজনীন একাডেমিক অনুষ্ঠান। এখানে গ্রেজুয়েটদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। ওইদিন রাজশাহীতে সমাবর্তনের নিবন্ধিত ব্যক্তিরা উপস্থিত থাকবেন। তাই ওই দিন ১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচি থেকে রাজশাহীকে আওতামুক্ত রাখার জন্য আমি বিরোধী দলীয় নেত্রীর প্রতি অনুরাধ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য প্রফেসর মুহাম্মদ নুরুল্লাহ, জনসংযোগ দপ্তর প্রশাসক প্রফেসর চিত্ত রঞ্জন মিশ্র, রেজিস্টার প্রফেসর এম এ বারীসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এদিকে সমাবর্তনে দলীয়করণের অভিযোগ এনে সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয় বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা।