আগামী ১লা জানুয়ারিতে দেশের সকল রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শনিবার দুপুরে সিলেট সদর উপজেলার আউশা রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় অর্থমন্ত্রী বলেন, বর্তমান মহাজোট সরকার সুশিক্ষায় শিক্ষিত জাতি গঠন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে । শিক্ষার্থীদের উৎসাহিত করতে সরকার টিফিন, মাসিক শিক্ষা উপকরণ ও উপবৃত্তি প্রভৃতি প্রদান করছে। তিনি সকল শিশুদেরকে সুনাগরিক করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আজমান আলীর সভাপতিত্বে ও মো. আখতার হোসেন এবং এডভোকেট শাহাবুদ্দীনের যৌথ পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাদিরা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলজিডি ঢাকা প্রকৌশলী পরিচালক পিকে চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট রাজউদ্দিন প্রমুখ।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩