আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


দাবালীগে ঢাকা মোহামেডান চ্যাম্পিয়ন

ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড আলট্রা মিল্ক প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। মোহামেডান পূর্ণ ১৮ ম্যাচ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে। মোহামেডান ৯ খেলার সব ক’টিতেই জয়ী হয়। চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডানের পক্ষে অংশ নেন জর্জিয়ার গ্র্যান্ড মাস্টার মচেডলিশভিলি, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, জর্জিয়ার গ্র্যান্ড মাস্টার মেরাব গাগুনাশিভিলি, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর এবং ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক।

১ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় মোহামেডান ৪-০ পয়েন্টে এয়ার ডেস্টিনি লিমিটেডকে পরাজিত করে। প্রিমিয়ার দাবা লিগের নতুন দল দুরন্ত রাজশাহী রানার্স-আপ হবার গৌরব অর্জন করেছে। দুরন্ত রাজশাহী মোট ১৬ পয়েন্ট পেয়ে রানার্স-আপ হয়।

দুরন্ত রাজশাহী ৮ টি খেলায় জয়ী হয় এবং একটি খেলায় মোহামেডানের কাছে হেরে যায়। দুরন্ত রাজশাহীর পক্ষে অংশ নেন রাশিয়ার গ্র্যান্ড মাস্টার দমিত্রি কোকারেভ, ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার মার্টিন ক্রভসিভ, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ড মাস্টার রিফাত বিফাত বিন সাত্তার ও ফিদে মাস্টার তৈয়বুর রহমান। শেষ রাউন্ডের দুরন্ত রাজশাহী ৩-১ পয়েন্টে তিতাস ক্লাবকে পরাজিত করে।

১২ ম্যাচ পয়েন্ট করে নিয়ে তিতাস ক্লাব তৃতীয় স্থান এবং একসেস গ্রুপ চেস ক্লাব চতুর্থ স্থান লাভ করে। তিতাস ক্লাবের পক্ষে ভারতীয় গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া, ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, গোলাম মোস্তফা ভূঁইয়া, ফিদে মাস্টার ইউনুস হাসান ও মোঃ জামাল উদ্দিন। অন্যান্য স্থান গুলো হচ্ছেঃ পঞ্চমঃ নারায়ণগঞ্জ প্রিতম-প্রিজম চেস কাব, পয়েন্ট-১১, ষষ্ঠঃ এয়ার ডেসটিনি লিমিটেড, পয়েন্ট-৭, সপ্তমঃ বাংলাদেশ বিমান, পয়েন্ট-৬, অষ্টমঃ ফেইথ চেস কাব, পয়েন্ট-৪, নবম-ফরাশগঞ্জ স্পোর্টিং কাব, পয়েন্ট-৩ এবং দশমঃ ডেসটিনি ২০০০ লিমিটেড, পয়েন্ট-১। সর্বনিম্ন স্থান করায় ফরাশগঞ্জ এবং ডেসটিনি ২০০০ প্রথম বিভাগে নেমে গেছে।

শেষ রাউন্ডের অন্যান্য খেলায় একসেস গ্রুপ ৪-০ পয়েন্টে ফেইথ চেসকে ও প্রিতম-প্রিজম ৪-০ পয়েন্টে ফরাশগঞ্জকে পরাজিত করে এবং বিমান ২-২ পয়েন্টে ডেসটিনি ২০০০ এর সাথে ড্র করে। শতকরা হারে বোর্ড পুরস্কার পান যথাক্রমেঃ ১ম বোর্ডে-দুরন্ত রাজশাহীর গ্র্যান্ড মাস্টার দমিত্রি কোকারেভ, ৮৮.৯%, ২য় বোর্ডঃ দুরন্ত রাজশাহীর গ্র্যান্ড মাস্টার মর্টিন ক্রভসিভ স্কোর-৮৭.৫%, ৩য় বোর্ডঃ মোহামেডানের গ্র্যান্ড মাস্টার মেরাব গাগুনাশভিলি, স্কোর-৮৭.৫%, ৪র্থ বোর্ডঃ দুরন্ত রাজশাহীর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও মোহামেডানের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, স্কোর ৮৩.৩% করে, অতিরিক্ত ১।

মোহামেডানের আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর, স্কোর-১০০% এবং অতিরিক্ত ২ বোর্ডেঃ প্রিতম-প্রিজমের সোহেল চৌধুরী, স্কোর ৫৭.১%। আজ খেলা শেষ একই স্থানে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি সৈয়দ শাহাবউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শিলাইদাহ ডেইরীর পরিচালক গাজী নাজমুল তারেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ দাবা ফেঢারেশনের সহ-সভাপতি কে, এম, শহীদউল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক, প্রিমিয়ার ডিভিশন লিগ কমিটির চেয়ারম্যান লায়ন মজিবুর রহমান হাওলাদার, মোহামেডানের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও দুরন্ত রাজশাহীর ফিদে মাস্টার তৈয়বুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন লিগ কমিটির সদস্য সচিব কামরুজ্জামান ভূঁইয়া। ১০টি দল রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে এবারের প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে অংশ নেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!