আজ || বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরের মোহনপুরে পোস্টঅফিসের ঘর না থাকায় ভোগান্তি       গোপালপুরে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষক সংবর্ধনা       গোপালপুরে আওয়ামীলীগ নেতা আব্দুল মোমেন গ্রেফতার; ফাঁসির দাবিতে মিছিল       গোপালপুরে ডেইরি ফার্ম মালিক ও আইএফআইসি ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়       গোপালপুর উপজেলা ডেইরি ফার্ম মালিক সমিতির কমিটি গঠন       বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার সুযোগ কাজে লাগাতে হবে -ইলিয়াস হোসেন       গোপালপুরে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত       গোপালপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা       গোপালপুরে ১০ম গ্রেড প্রদানের দাবিতে শিক্ষকদের মানববন্ধন       গোপালপুরে জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন     
 


বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু স্বাস্থ্য এখনই প্রচারাভিযান

বীরগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় শিশুর স্বাস্থ্য এখনই নাামে প্রচারাভিযান শুরু করেছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি উদ্যোগে ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় শিশুর স্বাস্থ্য এখনই নাামে প্রচারাভিযান শুরু করেছে। ৫ বছরের নীচে শিশু মৃত্যু প্রতিরোধে সপ্তাহ ব্যাপী কর্মসূচীতে বীরগঞ্জ এডিপি কর্মকর্তা ও সহায়তাকারী, সম্বনিত গ্রাম উন্নয়ন কমিটির, ওয়াশ কমিটির, শিশু ফোরামের সদস্য, শিশু বিকাশ কেন্দ্র, বিভিন্ন বিদ্যালয়, উপাসনালয়ে, বিভিন্ন সেশন ও প্রশিক্ষনে অংশ গ্রহনকারীদের মাঝে প্রচারাভিযান চালিয়ে নিমুনিয়া এবং ডাইরিয়ারসহ ৫ বছরের নীচে শিশু মৃত্যু প্রতিরোধে ৮ হাজার ৮৬ জন প্রত্যক্ষ ভাবে প্রতিশ্র�তি বদ্ধ হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি ম্যানেজার মি. সুজিত কস্তার নেতৃত্বে প্রচারাভিযানে অংশগ্রহণ করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি শিশু কল্যাণ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার বানার্ড কুজুর, সঞ্জয় পিউরিফিকেশন, প্রজেক্ট অফিসার স্তিফান রিনো নাথ, নিরঞ্জন বর্মন, শ্যামল মন্ডল, উৎপল মিন্জ, নিরঞ্জন বর্মন, তপন মিন্জ, গাজী আসাদুজ্জামান, জেনী দারিং, মনিটরিং অফিসার কামরুল হাসান, ফাইনান্স অফিসার পনুয়েল গাইন, একাউণ্টস অফিসার অব্রাহান সরেন, এইচ পি ও শুক্লা দেবনাথ, আফসানা আফরোজ প্রমূখ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি ম্যানেজার মি. সুজিত কস্তা জানান, বিশ্বব্যাপী প্রতি বছর ৬০ লাখেরও বেশী ৫ বছরের কম বয়সী শিশু মৃতু বরণ করছে যা প্রতিরোধ করা সম্ভব। ২০১১ সালে বাংলাদেশ ডেমোগ্রাফিক এবং স্বাস্থ্য পরিসংখ্যান প্রতিবেদন অনুযায়ী ৫ বছরের নীচে শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ৩ জন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!