নিউ ইয়র্কে ফেডারেল ব্যাংক ভবনে হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের বিষয়ে ডিপ্লোমেটি এঙ্সে চেয়েছে বাংলাদেশ। শুক্রবার মধ্যরাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র অধিদফতরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা এ অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশের রাষ্ট্রদূত একরামুল কাদের গণমাধ্যমকে জানান, বৈঠকে নাফিসের বাংলাদেশের নাগরিকত্ব নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। তারা নাফিসের পাসপোর্ট ও তার বিরুদ্ধে আনা অভিযোগপত্রের কপিও হস্তান্তর করেছেন। এ সময় দূতাবাসের পক্ষ থেকে নাফিসের সঙ্গে সাক্ষাতের সুযোগও চাওয়া হয়েছে।
একরামুল কাদের আরো বলেন, নাফিস সরকারের সহযোগিতা চাইলে বাংলাদেশের নাগরিক হিসেবে তার পাপ্য সব ধরনের সহযোগিতা দেয়া হবে। এর আগে শুক্রবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি তার বিষয়ে সরকারের নেয়া উদ্যোগের কথা জানান। দীপু মনি বলেন, নাফিসের জাতীয়তার বিষয়টি নিশ্চিত হলে আমরা মার্কিন সরকারের কাছে কনস্যুলার একসেস (বন্দির সঙ্গে একজন কূটনীতিকের কথা বলার সুযোগ) চাইব।
এদিকে, নাফিসকে গ্রেপ্তারের পর তার ই-মেইল যোগাযোগের সূত্র ধরে শুক্রবার ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো থেকে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে এফবিআই। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ ওই ব্যক্তি নাফিসের সহযোগী।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর মার্কিন ফেডারেল ব্যাংক ভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার অভিযোগে নাফিসকে গ্রেফতার করে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩