আজ || সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  গোপালপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’র (SEIP) কর্মশালা       গোপালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা       গোপালপুরে কয়েলের আগুনে পুড়ে মারা গেছে কৃষকের ৩ গরু       গোপালপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট       গোপালপুরে বনায়নের নামে সরকারি অর্থের বৃক্ষচারা গরু-ছাগলের পেটে       গোপালপুরের অদম্য মেধাবী সামির সম্ভাবনার গল্প       গোপালপুরে গর্ভবতী গাভী জবাই করে গোস্ত নিয়ে রেখে গেছে মৃত বাছুর       গোপালপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন       গোপালপুরে বিলুপ্তপ্রায় হেমনগরের গোয়ালবাড়ি খাল       গোপালপুরে যমুনার চরাঞ্চল ঘিরে সম্ভাবনার দুয়ার    
 


পাকিস্তানশাসিত কাশ্মিরে তুষার ধসে নিখোঁজ ২০

পাকিস্তানশাসিত কাশ্মিরে তুষার ধসে ২০ ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে ৮ পাকিস্তানি সেনাও রয়েছেন।

কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এ খবর জানিয়েছে।

পার্বত্য নিলুম উপত্যকায় এই তুষার ধসের ঘটনাটি ঘটেছে। প্রথম তুষার ধসের পর নিখোঁজ সহকর্মীদের খোঁজে পাকিস্তানি সেনারা উদ্ধার তৎপরতা শুরু করলে দ্বিতীয় দফা তুষার ধসের ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, বিরূপ আবহাওয়া ও কঙ্করযুক্ত ভূখণ্ডের কারণে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে।

উদ্ধারকর্মীরা তুষার ধসে চাপা পড়া দুটি দেহ উদ্ধার করার পরপরই দ্বিতীয় তুষার ধস হয়।

পাকিস্তান শাসিত কাশ্মিরের প্রধান শহর মুজাফ্ফরাবাদ থেকে ৮০ দূরে ডানা তাজিয়ানে এই দুর্ঘটনাটি ঘটেছে।

শুক্রবারের এই তুষার ধসের ঘটনা পাকিস্তানি সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি ঘটেছে। বিতর্কিত কাশ্মিরকে ওই সীমান্তই কার্যত পাকিস্তান ও ভারতের মধ্যে ভাগ করেছে।

হিমালয় অঞ্চলের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত কাশ্মিরকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে দুই দফা যুদ্ধ হয়েছে।

উভয় দেশই কাশ্মিরকে সম্পূর্ণরূপে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে।

ভারত ও পাকিস্তান দুই পক্ষই ওই অঞ্চলের সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করে রেখেছে। ২০০৩ সাল থেকে সেখানে যুদ্ধবিরতি চলছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভারী তুষারপাতের কারণে তুষার ধসের ঘটনা ঘটে থাকে। ওই অঞ্চলে এটি একটি স্বাভাবিক বিষয়।

চলতি বছরের এপ্রিলে ওই অঞ্চলে তুষার ধসে ১৪০ পাকিস্তানি সেনা নিখোঁজ হয়। উদ্ধার তৎপরতার পর নিখোঁজ সবাইকে মৃত ঘোষণা করা হয়। যদিও এখনো বেশ কয়েকজনের দেহ তুষারের নিচেই রয়ে গেছে।

একই বছরের ফেব্র“য়ারিতে কাশ্মিরের পার্বত্যাঞ্চলে দায়িত্বপালনরত অবস্থায় দুই দফা তুষার ধসের শিকার হয়ে ১৬ ভারতীয় সেনা নিহত হন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!