যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারে আবার শীর্ষস্থান ফিরে পেয়েছে আইফোন। আইফোন ৫-এর বিক্রি বেড়ে যাওয়ায় অ্যানড্রয়েড নির্ভর স্মার্টফোনকে পেছনে ফেলে শীর্ষস্থান নিজেদের দখলে নিয়েছে আইফোন। জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাজার গবেষণা প্রতিষ্ঠান কানটার ওয়ার্ল্ড প্যানেল।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের বাজারে জনপ্রিয়তায় শীর্ষে থাকলেও পরবর্তী সময়ে পিছিয়ে পড়ে আইফোন। তবে বর্তমানে আইফোনের দখলে আছে যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারের ৪৮.১ শতাংশ। অন্যদিকে অ্যানড্রয়েড নির্ভর স্মার্টফোনগুলোর অবস্থান ৬৩.৩ শতাংশ থেকে কমে হয়েছে ৪৬.৭ শতাংশ।
সম্প্রতি এক প্রতিবেদনে অন্য বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি জানিয়েছে, বিশ্বের স্মার্টফোনের ৮৫ শতাংশই গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের দখলে।