চাঁদাবাজি করতে গিয়ে নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির(এমএল জনযুদ্ধ)চারজন সদস্য জনতার পিটুনিতে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পাবনার ফরিদপুর উপজেলার কালিয়ানী এলাকায় এ ঘটনা ঘট বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, ওই চরমপন্থী দলের সদস্যরা দীর্ঘদিন ধরে পাবনার ফরিদপুর, হাদল, ডেমরা, মঙ্গলগ্রাম, হারিয়া, কালিয়ানী, বিল কালিয়ানী এলাকায় চাঁদাবাজি, ছিনতাইসহ নানাভাবে জনগণকে হয়রানি করে আসছিল।
তিনি জানান, গতকাল (বুধবার) খলিলের নেতৃত্বে ১২/১৩ জন ওই গ্রামে গিয়ে চাঁদা দাবি করলে এলাকার লোকজন তাদের সকালে আসতে বলে। সকাল ৭টার দিকে খলিল তার সহযোগীদের নিয়ে কালিয়ানী গ্রামে গেলে গ্রামবাসী স্থানীয় মসজিদের মাইকে বিষয়টি প্রচার করে সন্ত্রাসীদের প্রতিহত করার আহ্বান জানায়।
এ সময় কালিয়ানী, বিলকালিয়ানী, হাড়িয়াসহ আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষ জড়ো হয়ে চরমপন্থী দলের সদস্যদের পিটুনি দিলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় বলে পুলিশ সুপার জানান।
এছাড়া আরো ৮/৯ জন বিলের পানি সাঁতরে পালিয়ে যায়।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। খলিল হোসেন (২২) নামের ওই ব্যক্তির বাড়ি ফরিদপুর উপজেলার ডেমরায়।
ডেমরার ইউপি চেয়ারম্যান মলয় কুমার কুণ্ডু বলেন, নিহতরা সবাই সন্ত্রাসী। তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ মর্গে আনার ব্যবস্থা করছে বলে জাহাঙ্গীর হোসেন জনান।