আজ-কালের মধ্যে হাসপাতাল ছেড়ে নিজ ঘরে ফিরছেন আইয়ুব বাচ্চু। তার শারীরিক অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে। গতকাল বিকালে এমনটাই জানালেন আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবি’র ব্যবস্থাপক ও শব্দ প্রকৌশলী শামীম। যিনি সার্বক্ষণিকভাবে গেল তিন দিন ধরে আইয়ুব বাচ্চুর শয্যা পাশে আছেন। শামীম আরও বলেন, কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, বাচ্চু ভাই এখন পুরোপুরি শঙ্কামুক্ত। যতদূর জানতে পেরেছি আজকালের মধ্যে আমরা তাকে বাসায় নিয়ে যেতে পারবো। তবে বাসায় ফিরলেও টানা এক মাসের বিশ্রামে থাকতে হচ্ছে। শামীম আরও জানান, বাসায় ফেরার পর উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা সুস্থতার পথে। এদিকে আইয়ুব বাচ্চুর অসুস্থতার খবর পেয়ে গেল দুই দিনে ভক্ত-শুভানুধ্যায়ী ছাড়াও সংগীতাঙ্গনের অনেকেই ছুটে গিয়েছেন স্কয়ার হাসপাতাল চত্বরে। তবে উল্লেখযোগ্য ঘটনা হলো, গতকাল বিকাল সাড়ে তিনটার দিকে গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চুর শয্যা পাশে গিয়ে হাজির হন বাংলার আরেক রক তারকা জেমস। সেখানে তিনি প্রায় আধা ঘণ্টা থাকেন। দায়িত্বরত ডাক্তারদের কাছ থেকে আইয়ুব বাচ্চুর খোঁজখবর নেন। আর ফিরতি পথে গণমাধ্যমের উদ্দেশ্যে এটুকুই বলেন, এবি খুব শিগগিরই স্টেজে ফিরছেন। দুশ্চিন্তার কোন কারণ নেই। তিনি ভাল আছেন। এদিকে বিশ্বস্ত সূত্রে জানা যায়, গেল দু’দিনে আইয়ুব বাচ্চুর শারীরিক অবস্থা এবং সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে দু’টি বোর্ডমিটিং হয় বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে। অন্যদিকে, আইয়ুব বাচ্চুর শারীরিক অবস্থার উন্নতি প্রসঙ্গে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল জামিল বলেন, মূলত তার ফুসফুসে পানি জমার কারণে শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়ায় সমস্যা হয়েছিল। প্রথমদিকে যে আশঙ্কা ছিল তা এখন পুরোপুরি কেটে গেছে। এখন শ্বাসকষ্টজনিত সঙ্কট কাটলেও আপাতত তাকে বেশ কিছুদিন বিশ্রামেই থাকতে হবে। আইয়ুব বাচ্চুর হঠাৎ এই অসুস্থতার কারণে এলআরবি’র পূর্বনির্ধারিত প্রায় ১৮টি কনসার্ট বাতিল করা হয়েছে এরই মধ্যে। এ প্রসঙ্গে এলআরবি’র ব্যবস্থাপক-শব্দ প্রকৌশলী শামীম বলেন, বাচ্চু ভাইকে এক মাসের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফলে ডিসেম্বর মাসের সব কনসার্ট আমরা বাতিল করেছি। এ জন্য আমরা দুঃখিত। উল্লেখ্য, হঠাৎ করে অসুস্থ বোধ করায় গত মঙ্গলবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন আইয়ুব বাচ্চু। হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) কার্ডিওলজিস্ট আবদুল্লাহ-আল জামিলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩