রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবারে এসে সরে দাঁড়াচ্ছে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী মসিউর রহমান রাঙ্গা।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে তিনি মনোয়নপত্র প্রত্যাহার করছেন বলে জানা যায়।
প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় পরিবর্তন ডট কমকে জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিতে দুপুর ১২টায় সাংবাদিক সম্মেলন আয়োজন করেন। সে সম্মেলনে জাপার সমর্থিত প্রার্থী মসিউর রহমান রাঙ্গাকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হবে এবং অপর দুই প্রার্থীকে বহিস্কারের সিদ্ধান্তের বিষয়ে তিনি জানাবেন।
আগামী ২০ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।