আজ || বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল       বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টির্চাস এসোসিয়েশনের ইফতার মাহফিল       অপহরনের ৭ ঘন্টার মধ্যে পুলিশের সহায়তায় উদ্ধার হলো গোপালপুরের আসলাম       সেবা বন্ধ রেখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করলো গোপালপুর নির্বাচন অফিস       হৃদয়কে শহীদি মর্যাদার দাবিতে গোপালপুরে মানববন্ধন       গোপালপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন       কাকাতালীয়ের বয়ান       রমজান মাসে রোজা ও দান-সদকার ফজিলত       গোপালপুরে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বিক্ষোভ মিছিল       গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত    
 


প্রথম দুই ওয়ানডেতে সাকিবের পরিবর্তে মমিনুল

স্পোর্টস ডেস্ক: সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচের ওয়ানডে দলে ডাক পেয়েছেন মমিনুল হক। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পরিবর্তে দলে ঢুকেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তের কথা জানায়। এই ম্যাচে মমিনুল করেন ৪৩ রান। এবারই প্রথম বাংলাদেশ জাতীয় দলে ডাক পেলেন মমিনুল। দলে মমিনুলের অন্তর্ভুক্তি প্রসঙ্গে প্রধান নির্বাচক আকরাম খান বলেন,  “বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট সাকিবের বদলি হিসেবে একজন ব্যাটসম্যান চেয়েছিল। আমরা সে অনুযায়ী মমিনুলকে দলে নিয়েছি।” তিনি আরও বলেন, “মমিনুল গত দেড় বছর বিভিন্ন পর্যায়ে ভালো পারফর্ম করেছে। তবে আমি মনে করি, নতুন হিসেবে তাঁর কাছ থেকে খুব বেশি প্রত্যাশা না করাই ভালো। আমরা কেবল চাই, একজন ব্যাটসম্যানের দায়িত্ব মমিনুল ভালোভাবে পালন করে আসুক।” উল্লেখ্য, চলতি জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রামের হয়ে দুটি সেঞ্চুরি করেছেন মমিনুল।

এর আগে খুলনায় দ্বিতীয় টেস্টের সময়ই জানা যায় ডান পায়ের শিনবোনের চোটের কারণে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেননা সাকিব। তবে প্রাথমিকভাবে প্রথম দুই ওয়ানডের কথা বলা হলেও বাকি সিরিজেই সাকিবের খেলা নিয়ে শঙ্কা আছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!