আন্তর্জাতিক ডেস্কঃ ভবিষ্যতে যুদ্ধ বাধলে বা ইসরাইল লেবাননে হামলা করলে তেলআবিবসহ ইসরাইলি শহরগুলোতে বৃষ্টির মতো রকেট ছুড়বে লেবাননের যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ। জায়নবাদী ইহুদি রাষ্ট্রটিকে হুঁশিয়ার করে দিয়ে হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ একথা বলেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, পুরো ইসরাইলের যে কোন স্থানে আঘাত হানতে সক্ষম তার দল। সপ্তাহব্যাপী সংঘর্ষের পর ইসরাইল-হামাস যুদ্ধবিরতির বিষয়ে কথা বলতে গিয়ে নাসরুল্লাহ বলেন, যে কোন ধরনের হামলার জবাবে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ছোড়া রকেটের মতো রকেটের বন্যা বইয়ে দেয়া হবে। তিনি বলেন, হামাসের সঙ্গে ৮ দিনের লড়াইয়ে ফাজর-৫ রকেট নিক্ষেপ ইসরাইল সহ্য করতে পারেনি। তাহলে লেবাননে হামলা হলে তেল আবিবসহ সারা ইসরাইলে বৃষ্টির ন্যায় রকেট ছুড়লে কিভাবে পেরে উঠবে অবৈধ রাষ্ট্র ইহুদি দেশটি। গাজা থেকে হামাস ইসরাইলকে লক্ষ্য করে ৭৫ কি.মি গতির ফাজর-৫ ছুড়েছে, যা অনেক শক্তিশালী ছিল। এর ওয়ারহেড হচ্ছে ১৭৫ কেজি। কিন্তু হিজবুল্লাহ হামাস থেকে অনেক বেশি শক্তিশালী। ছয় বছর আগে ইসরাইলের সঙ্গে ৩৪ দিন যুদ্ধ করেছিল হিজবুল্লাহ। তারপর থেকে দলটি আরও বেশি শক্তি সঞ্চয় করেছে। উন্নত অস্ত্রশস্ত্র জোগাড় করেছে। নাসরুল্লাহ বলেন, ইসরাইল আবারও লড়াই করতে আসলে হিজবুল্লাহ এখন তাদের কমপক্ষে ১০ হাজার মানুষকে হত্যা করতে পারবে। দেশটির যে কোন অঞ্চলের লক্ষ্যবস্তুতে হামলা করতে তারা সক্ষম। নাসরুল্লাহ বলেন, গাজার সঙ্গে কুলিয়ে উঠতেই নাকাল। আমাদের সঙ্গে এলে পুরো দখলকৃত ফিলিস্তিন (লেবানন সীমান্ত থেকে জর্ডান সীমান্ত ও লোহিত সাগর পর্যন্ত) তাদের সঙ্গে যুদ্ধ করতে সক্ষম। মূলত হিজবুল্লাহর এই হুঁশিয়ারির উদ্দেশ্য হচ্ছে, তাদের পৃষ্ঠপোষক ইরানের পরমাণু প্রকল্পে ইসরাইল হামলা করলে মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দেয়ার হুমকি বলে জানিয়েছে রয়টার্স।