আন্তর্জাতিক ডেস্কঃ ক্যান্সারের চিকিত্সার জন্য আবারও কিউবা যাচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। দেশটির এক শীর্ষ আইনপ্রণেতা মঙ্গলবার এ তথ্য জানিয়ে এক বিবৃতি প্রদান করেন।
চিকিত্সার জন্য আবারও কিউবা যাওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়ে দেশটির কংগ্রেসের কাছে একটি চিঠি লিখেছেন শ্যাভেজ। এর প্রেক্ষিতে মঙ্গলবার শ্যাভেজকে চিকিত্সার জন্য কিউবা যাওয়ার অনুমতি দিয়েছে কংগ্রেস। ক্যান্সারের চিকিত্সার অংশ হিসেবে সেখানে তিনি কেমো ও রেডিয়েশন থেরাপি নেবেন।
২০১১ সালের জুন মাসে হুগো শ্যভেজের ক্যান্সার ধরা পড়ে। তবে ক্যান্সারের ধরন সম্পর্কে এখন পর্যন্ত কিছুই প্রকাশ করা হয়নি। এরপর বেশ কয়েকবার কিউবায় চিকিত্সা নিয়েছেন তিনি। ক্যান্সারের কারণে কিছু দিন আগে অনুষ্ঠিত হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে শ্যাভেজের অংশ নেওয়ার সক্ষমতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছিল।
সকল জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে ৫৮ বছর বয়সী এই সমাজতন্ত্রী তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
সূত্র : আল-জাজিরা।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩