লক্ষ্মীপুরের রায়পুরে এক যুবলীগ নেতা খুন হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলকর্মীরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত মিরাজ (২৪) মিরাজ স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও আব্দুল মতিন পাটোয়ারীর ছেলে। হত্যাকা-ে জড়িত সন্দেহে মাসুম নামে এক যুবদলকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০ টায় রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ ও যুবদল নেতাদের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে যুবলীগ নেতা মিরাজকে তার বাড়ির পাশের চায়ের দোকান থেকে স্থানীয় যুবদল নেতা টিপুর নেতৃত্বে ১৫-১৬ জনের সন্ত্রাসীদল সিএনজি অটোরিকশায় করে তাকে তুলে নিয়ে যায়।
পরে স্থানীয় ওয়াজিদ উদ্দিন পোলের উপর থেকে রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী মিরাজকে উদ্ধার করে। ঢাকা নেয়ার পথে ভোর রাতের দিকে তার মৃত্যু হয়।