আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববিদ্যা বক্তৃতা

ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের উদ্যোগে মানববিদ্যা বক্তৃতা  বিশ্ববিদ্যালয়ের আর.সি মজুমদার মিলনায়তনে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক ড. নূরুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ও কলা অনুষদের ডিন অধ্যাপক  ড. সদরুল আমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ‘মার্কিন বণিকদের বাংলা-বাণিজ্য ও প্রাচ্য চর্চায় তাদের অবদান (১৭৮৪-১৮৪০)’ শীর্ষক বক্তৃতা দেন বাংলা পিডিয়ার প্রধান সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রের পরিচালক অধ্যাপক প্রদীপ কুমার রায়।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “বণিকদের পণ্য বিনিময়ের পাশাপাশি যুগে যুগে মানব সভ্যতারও বিনিময় হয়েছে। এভাবেই নতুন নতুন শিল্প ও সভ্যতা গড়ে ওঠেছে।”

তিনি বাংলাদেশের শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য বর্ণনা করে বলেন, “বিভিন্ন সময় ঔপনিবেশিক শাসনের কারণে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হয়েছে।”

তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

মূল প্রবন্ধে অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, ‘১৭৯৫ সালের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো মুদ্রা ছিল না। জ্ঞান-বিজ্ঞানেও তারা পিছিয়ে ছিল। ১৭৮৪ সালে ব্যবসার জন্য তারা প্রথম ভারতে আসে এবং ভারতীয় জ্ঞান চর্চা শুরু করে। এরপর ধীরে ধীরে তারা ব্যবসা-বাণিজ্য, জ্ঞান-বিজ্ঞান ও শিল্প সাহিত্যে সমৃদ্ধি অর্জন করে।’

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!