মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঐতিহ্যবাহী কান্তনগর মন্দিরে রাস উৎসব শুরু হলো। এ উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। সার্বক্ষণিক বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী রাখার ব্যবস্থা করা হয়েছে। সোমাবার সকাল থেকেই রাস উৎসব দেখার জন্য বহু নারী-পুরুষ কান্তজিউ মন্দিরে আসতে শুরু করে ।
মধ্যরাতে এই রাস উৎসব উপভোগ করতে লাখো মানুষের সমাগম ঘটবে বলে ধারনা করা হচ্ছে। রাস উৎসব উপলক্ষে মন্দির এলাকায় মেলার আয়োজন করা হয়েছে। মেলা উপলক্ষে উত্তরবঙ্গের সকল জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকদের সমাগম ঘটবে। মাস ব্যাপী এই মেলার উদ্বোধন করবেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুর -৩ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল, জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, পুলিশ সুপার মঈনুল ইসলাম, কাহারোল উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩