ভারতের পশ্চিমবঙ্গে কন্যাসন্তান জন্মালে তাঁকে এককালীন পাঁচ হাজার রুপি অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের নারীকল্যাণমন্ত্রী সাবিত্রী মিত্র। কন্যাভ্রূণ হত্যা ঠেকাতে এবার রাজ্য সরকার নতুন এই প্রকল্পের নাম ‘মুখ্যমন্ত্রী কন্যা সুরক্ষা যোজনা’। কন্যা সন্তানকে দেয়া এই অর্থ রাখা হবে একটি ব্যাংকে ওই কন্যার নামে স্থায়ী হিসাবে। কন্যার বয়স ১৮ বছর হলে ওই অর্থ তোলা যাবে। মন্ত্রী বলেন, এরই মধ্যে এ-সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে। বিহার রাজ্যেও এ প্রকল্প চালু আছে।