আজ || রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  গোপালপুরে বেগম রোকেয়া দিবস পালনসহ জয়িতাদের সংবর্ধনা       গোপালপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন       গোপালপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’র (SEIP) কর্মশালা       গোপালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা       গোপালপুরে কয়েলের আগুনে পুড়ে মারা গেছে কৃষকের ৩ গরু       গোপালপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট       গোপালপুরে বনায়নের নামে সরকারি অর্থের বৃক্ষচারা গরু-ছাগলের পেটে       গোপালপুরের অদম্য মেধাবী সামির সম্ভাবনার গল্প       গোপালপুরে গর্ভবতী গাভী জবাই করে গোস্ত নিয়ে রেখে গেছে মৃত বাছুর       গোপালপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন    
 


প্রথম ২টি ওয়ানডে খেলছেন না সাকিব

ক্রীড়া প্রতিবেদক: শিন বোনে চোটের কারণে খুলনার প্রথম দুটি ওয়ানডেতে খেলাননা সাকিব আল হাসান। বিশ্রামে থাকবেন বাঁহাতি এই অলরাউন্ডার।
শনিবার ব্যাটিংয়ের সময় ব্যাথাটা হচ্ছিলো বেশি । খেলা শেষ করে খুলনার স্থানীয় হাসপাতালে যেতে হয় এমআরআই করাতে। রিপোর্টে ‘বোন স্ট্রেস’ ধরা পড়ে। এরপরই সিদ্ধান্ত হয়
টানা ক্রিকেট খেলার অতিরিক্ত পরিশ্রমের চাপ থেকে সিন বোনে ব্যাথা। এখন সেটা বেড়ে যাওয়ায় বিশ্রামের প্রয়োজন।
সবকিছু বিবেচনা করে বিসিবি চিকিৎসক এবং ফিজিও’র পরামর্শে তাকে বিশ্রামও দেওয়া হয়েছে।
সাকিব তার চোট সম্পর্কে বলছিলেন,‘অনেক দিন ধরে ব্যাথাটা হচ্ছিলো। এতদিন খুব একটা গুরুত্ব দেইনি। কিন্তু এই টেস্ট খেলার সময় ব্যাথাটা বেশি হচ্ছিলো।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে ২০৫ ( ৮৯, ২, ১৭ ও ৯৭) রান করেছেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার। দুই টেস্টে তার উইকেট ৬টি (প্রথম টেস্ট ২ ও দ্বিতীয় টেস্ট ৪ উইকেট)।
দ্বিতীয় টেস্টে তিনি ১০০ উইকেটের মাইলফলকও পেরিয়েছেন। ২৮ টেস্টে তার উইকেট ১০২টি। দেশের পক্ষে তিনিই এখন সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক।
বিসিবি মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানান, সোমবার ঢাকায় ফিরে যাবেন সাকিব। সেখানেই তিনি বিশ্রাম করবেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!